৫২ বছর রাজনীতিতে প্রচুর হাইব্রিড নেতাদের আগমন দেখেছি: এম এ রশিদ

লাইভ নারায়ণগঞ্জ: দেশের একটি ঐতিহ্যবাহী এবং বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ । এই রাজনৈতিক দলটির গোড়াপত্তন হয় ২৩ জুন ১৯৪৯ খ্রিষ্টাব্দে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। পরবর্তী কালে এর নাম ছিল নিখিল পাকিস্তান আওয়ামী লীগ। ১৯৭০ সাল থেকে এর নির্বাচনী প্রতীক হয় নৌকা।

সংগঠনটির প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির ন্যায় জেলা-উপজেলা পর্যায়ে পালন করা হবে নানা কর্মসূচি। এরই ধারাবাহিকতায় আগামীকাল বৃহস্পতিবার (২৩ জুন) বন্দর উপজেলা আওয়ামী লীগ কার্যলয়ে আলোচনা সভা ও কেক কেটে এই দিনটির উদযাপন করবেন নেতাকর্মীরা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম. এ রশিদ।

আমাদের এই প্রতিবেদককে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক প্রতিক্রিয়ায় বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার চেয়ারম্যান এম. এ রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন মূলক কাজের সাথে সম্পৃক্ত আছে। আওয়ামী লীগ সব সময় জনগণের সাথে সম্পৃক্ত থাকে। বিগত সময়ে আওয়ামী লীগ যে ওয়াদা করেছে, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা সেই ওয়াদা পূরণ করতে পেরেছি। উনসত্তরে (১৯৬৯) সালে কিন্তু আমরা যা বলেছি তাই কিন্তু করতে পেরেছি। বঙ্গবন্ধু মানুষের কাছে দেয়া ওয়াদা কিন্তু পুরণ করেছে। এবং মানুষের মধ্যে আওয়ামী লীস স্থান করে নিয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে। যার ফলে জনগণের প্রত্যাশা অনেক আওয়ামী লীগের কাছে। আমরা সব সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা চেষ্টা করি মানুষের সাথে থেকে তাদের আকাঙ্খা পূরণ করা। এরজন্য আওয়ামী লীগ এই তাদের ঐতিহ্য ধরে রাখতে পারছে।

তিনি আরও বলেন, আমাদের সংগঠন আওয়ামী লীগের মধ্যে হাইব্রিড নেতা আছে। তারা আমাদের দলে অনুপ্রবেশ করেছে। আপনারা বিভিন্ন সময় শুনেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলের সেক্রেটারী ওবায়দুল কাদেরসহ বিভিন্ন নেতা এটা উল্লেখ করেছেন। আমার ৫২ বছর রাজনীতিতে আমি প্রায় সময় দেখেছি যদি কোন দল ক্ষমতায় আছে, বিশেষ করে আওয়া্মী লীগের মতো একটা দল। সেখানে প্রচুর হাইব্রিড নেতাদের আগমন ঘটতে দেখেছি।

তিনি বলেন, আমার নেতাকর্মীদের উদ্যেশে বলি আপনারা সজাগ থাকুন। আমরা যদি সবাই একটু সচেতন থাকি, সচেষ্ট থাকি। তাহলে আমাদের সেই ক্ষতিটা আর করতে পারবে না।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের এই নেতা বলেন, আজকের এই প্রতিষ্ঠাবাষির্কীতে আসুন আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই। আপনারা আওয়ামী লীগকে সুসংগঠীত করার জন্য, শক্তিশালী করার জন্য, আওয়ামী লীগকে আগামীদিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং জনগণের জন্য আপনারা সচেষ্ঠ থাকুন। সবার প্রতি আহ্বান থাকবে আপনারা জনগণের জন্য রাজনীতি করুন। জনগণের ভালোর জন্য রাজনীতি করুন। এটাই থাকবে নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান।