স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: শিক্ষা সফরে গিয়েছে সদর থানার টানবাজারের ৩৩ নং সিটি কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এমপি সেলিম ওসমানের উদ্যোগে ১২০ জন শিক্ষার্থীদের জন্যে এ সফরের আয়োজন করা হয়।
শুক্রবার (১৫ মার্চ)এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বার্তায় আরও জানানো হয়, শীতাতপ নিয়ন্ত্রিত ২টি বাস যোগে সোনারগাঁও পানাম নগরী ও সোনারগাঁ লোক শিল্প জাদুঘর শিক্ষা সফরে যায়। ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত এ স্কুল থেকে এই প্রথম শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। ৩৩ নং সিটি কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সকাল ৯ টায় শহরের চেম্বার রোড থেকে সফরের যাত্রা শুরু হয়। এমসয় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক সোহেল আক্তার সোহান সহ আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অর্চনা রানী সাহা।
শিক্ষা সফরের প্রাক্কালে চেম্বারের পরিচালক সোহেল আক্তার সোহান বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান ঐকান্তিক প্রচেষ্টায় এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালনায় সদর বন্দর উপজেলায় শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি পারিপার্শ্বিক অভিজ্ঞতা অর্জনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের ছাত্র-ছাত্রীদের ক্লাসে শিক্ষার পাশাপাশি বর্হিগত সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য তিনি শিক্ষা সফরের উদ্যোগ নিয়েছেন। ইতোমধ্যে এ উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে। আশা করছি, তোমরাও শিক্ষা সফরে খুবই আনন্দ পাবে। অনেক কিছু জানতে পারবে।
বার্তায় আরও উল্লেখ করা হয়, সকল শ্রেণির মানুষের শিক্ষার প্রসারে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এর আগে, গত ১১ই মার্চ শনিবার নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে বঙ্গবন্ধু যাদুঘর, মুক্তিযুদ্ধ যাদুঘর শিক্ষা সফরে গিয়েছে। গত ১৬ই ফেব্রুয়ারী শহরের নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীদের নিয়ে প্রথম শিক্ষা সফর শুরু হয়। নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীরা প্রতি শনিবার বঙ্গবন্ধু যাদুঘর, মুক্তিযুদ্ধ যাদুঘর ও জাতীয় যাদুঘর পরিদর্শনে যাচ্ছে। পর্যায়ক্রমে বন্দর ও সদর উপজেলার আরও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীগণ শিক্ষা সফর এর আওতাভুক্ত হতে যাচ্ছে।