৫ বছরের শিশু বলাৎকারে যুবক গ্রেপ্তার

রূপগঞ্জ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে ৫ বছরের শিশুকে বলাৎকারের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত মিরাজ হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৭ মার্চ) বিকেলে উপজেলার তারাব পৌরসভার গন্ধর্বপুর নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষন কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, শিশুটিকে চকলেট খাওয়ানোর প্রলোভনে ডেকে নিয়ে বলাৎকার করে অভিযুক্ত মিরাজ হোসেন।

এ ঘটনায় শিশুটির পিতা সোমবার (১৮ মার্চ) রাতে মিরাজ হোসেনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মঙ্গলবার (১৯ মার্চ) সকালে গন্ধর্বপুর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

রূপগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) জুবায়ের মৃধা মামলার বরাত দিয়ে জানান, গত রোববার বিকেলে রূপগঞ্জ উজেলার গর্ন্ধবপুর নামাপাড়া এলাকার এলাকার ৫ বছরের এক শিশু বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। এ সময় স্থানীয় আফসার উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া ও সোনারগাঁ থানাধীন মুগরারচর এলাকার গিয়াসউদ্দিরনের ছেলে মিরাজ হোসেন তাকে চকলেট খাওয়ার কথা বলে ভাড়া বাড়িতে নিয়ে জোরপূর্বক বলাৎকার করে। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে বখাটে তাকে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে শিশুর পরিবারের লোকজন প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরিস্থিতি আশংকাজনক হওয়াতে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে শিশুটি সেখানকার নিবির পর্যবেক্ষন কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। ঘটনার মূল আসামিকে পুলিশ গ্রেফতার করেছে।