৭ খুন মামলার আসামি নূর হোসেনের মা’র ইন্তেকাল

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার মৃতুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর মিয়া মোহাম্মদ নূর উদ্দিনের মা মোসাম্মৎ আছিমুন্নেছা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মঙ্গলবার (২৩ মে) বিকালে বার্ধক্যজনিত কারণে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর সময় মরহুমার বয়স ছিলো ১০২ বছর।

তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নূর হোসেনের ছোট ভাই আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়ন শিমরাইল শাখার সভাপতি নুরুজ্জামান জজ মিয়া।

তিনি বলেন, তার মা বার্ধক্যজনিত রোগসহ দীর্ঘদিন ধরে নানান জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি ছয় পুত্র, দুই কন্যা, নাতি নাতনি, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।