৭ মার্চ বিকেএসপি’র তৃণমুল প্রতিভা বাছাই

স্পোর্টস করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আগামী ৭ মার্চ বৃহস্পতিবার সকাল ৮টায় ওসমানী পৌর স্টেডিয়ামে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান(বিকেএসপি) এর তৃণমূল প্রতিভা খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হবে।

আর্চারী ,এ্যাথলেটিক্স ,বাস্কেটবল ,বক্সিং ,ক্রিকেট ,ফুটবল , জিমন্যাসটিক্স,হকি,জুডো,কারাতে,শ্যূটিং,সাঁতার,তায়কোয়ানডো,টেবিল টেনিস , টেনিস,ভলিবল ও উশু ক্রীড়া সমূহে ৮ হতে ১৪ বৎসরের ছেলে মেয়েদের প্রশিক্ষণের জন্য বাছাই করা হবে। আগ্রহীদের অনলাইনে ফরম পূরণ করতে হবে। (Online Registration) www.bksp.gov.bd → jMBb → ছাত্র/ছাত্রী → online Registration → dig ফরম পূরণের পর → submit → পূরনকৃত ফরমের প্রিন্ট কপি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments