বন্দর করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে ৯৫পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে ও রাতে মাদক অভিযানে পৃথক স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
ধৃতরা হচ্ছে থানার নবীগঞ্জ ইসলামবাগ এলাকার মৃত আঃ সাত্তারের ছেলে রুবেল(৩০),একই এলাকার সামছুল মিয়ার ছেলে হৃদয়(২৫),মৃত মোতালিব মিয়ার ছেলে ওমর ফারুক শাহীন(৪০),সোনাকান্দা এলাকার মোঃ আলীর ছেলেন রাসেল(৩০) ও একই এলাকার আহাম্মদ আলীর ছেলে তপু(২০)।
থানা সুত্রমতে,গত মঙ্গলবার বিকেলে ও রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে নবীগঞ্জ ইসলামবাগ এলাকা থেকে বন্দর থানার এসআই হামিদুল সঙ্গীয় ফোর্সসহ মাদক ব্যবসায়ী রুবেল,হৃদয় ও ওমর ফারুকের কাছ থেকে ৫৫পিছ ইয়াবাসহ আটক করে। অপরদিকে বন্দর থানার এএসআই জালাল সোনাকান্দা কবরস্থান এলাকা থেকে মাদক ব্যবসায়ী রাসেল ও তপুর কাছ থেকে ৪০পিছ ইয়াবাসহ গ্রেফতার করে।
ধৃত ৫ মাদক ব্যবসায়ীকে বুধবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।