ক্রীড়া করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: তিন ওয়ানডে আর দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান ক্রিকেট দল।
সফরের শুরুতে আফগান দলটি সিলেটে এক সপ্তাহ প্রস্তুতি ক্যাম্প করবে। এরপর দলটি চলে যাবে চট্টগ্রামে। সেখানেই হবে ওয়ানডে সিরিজের খেলাগুলো। আর টি-টোয়েন্টি সিরিজ হবে ঢাকায়।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিনটি ওয়ানডে হবে ২৩ থেকে ২৮ ফেব্রুয়ারি। ওয়ানডে ম্যাচ শুরু হবে বেলা ১১টায়।
এরপর ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩ ও ৫ মার্চ হবে টি-টোয়েন্টি ম্যাচ দুটি। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের এই ম্যাচ দুটি শুরু হবে বেলা ৩টায়।
এ নিয়ে তৃতীয়বার দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশ আসছে আফগানিস্তান।
প্রথম ওয়ানডে, ২৩ ফেব্রুয়ারি, চট্টগ্রাম
দ্বিতীয় ওয়ানডে, ২৫ ফেব্রুয়ারি, চট্টগ্রাম
তৃতীয় ওয়ানডে, ২৮ ফেব্রুয়ারি, চট্টগ্রাম
প্রথম টি-টোয়েন্টি, ৩ মার্চ, ঢাকা
দ্বিতীয় টি-টোয়েন্টি, ৫ মার্চ, ঢাকা
*ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে বেলা ১১টায়, টি-টোয়েন্টি বেলা ৩টায়